বাংলাদেশ সরকারের “প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট (PMEAT)” অর্থনৈতিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি অনন্য উদ্যোগ, যার মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি সহায়তা অনুদান পেতে পারে এখন অনলাইনের মাধ্যমে খুব সহজেই।
💻 আবেদন করতে হবে এখানে:
🔗 eservice.pmeat.gov.bd/admission
🧐 কী এই ভর্তি সহায়তা?
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এমন শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান দেয় যারা মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক বা স্নাতক পর্যায়ে ভর্তি হতে যাচ্ছে কিন্তু অর্থের অভাবে বিপাকে পড়েছে।
স্তর সহায়তার পরিমাণ
মাধ্যমিক (৬ষ্ঠ–১০ম) ৳৫,০০০
উচ্চ-মাধ্যমিক ৳৮,০০০
স্নাতক পর্যায় ৳১০,০০০
📝 কিভাবে আবেদন করবেন?
ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ করুন।
ধাপ ২: নতুন শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করুন (আপনার নাম, জন্মসনদ, মোবাইল নম্বর, অভিভাবকের তথ্য প্রভৃতি দিয়ে)।
ধাপ ৩: মোবাইলে প্রাপ্ত OTP দিয়ে ভেরিফাই করুন এবং পাসওয়ার্ড সেট করুন।
ধাপ ৪: ড্যাশবোর্ডে লগইন করে আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন:
✅ সদ্য তোলা ছবি (৩০০x৩০০ পিক্সেল)
✅ স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল)
✅ জন্মসনদ / NID
✅ অভিভাবকের NID
✅ প্রতিষ্ঠানের সুপারিশপত্র (ফর্ম ডাউনলোড করে স্বাক্ষর নিতে হবে)
ধাপ ৫: আবেদন সাবমিট করে ড্যাশবোর্ড থেকে অবস্থা ট্র্যাক করুন।
📅 কখন টাকা পাবেন?
✔️ আবেদন সাবমিশনের ৩০ কর্মদিবসের মধ্যে অনুদান প্রক্রিয়াজাত হয়।
✔️ নির্বাচিত হলে ৪–৬ মাসের মধ্যে সরাসরি ব্যাংক বা মোবাইল অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়।
📞 সহায়তা লাগলে?
👉 সরকারি অফিস সময় (সকাল ৯টা – বিকাল ৫টা)
📱 হেল্পলাইন:
01778-958356
01778-964156
🔐 পাসওয়ার্ড ভুলে গেলে?
ওয়েবসাইটে “পাসওয়ার্ড ভুলে গেছেন?” লিংকে ক্লিক করুন।
OTP যাচাইয়ের মাধ্যমে নতুন পাসওয়ার্ড সেট করা যাবে।
🎯 শেষ কথা
এই উদ্যোগ বাংলাদেশের লক্ষ লক্ষ দরিদ্র শিক্ষার্থীর জন্য আশার আলো। তাই আপনি বা আপনার পরিচিত কেউ যদি ভর্তি সমস্যায় পড়ে থাকেন – তাহলে এখনই আবেদন করুন! সরকারি সহায়তা নিতে দেরি না করে সুযোগ নিন।
🔗 👉 আবেদন করতে এখানে ক্লিক করুন
#প্রধানমন্ত্রীর_শিক্ষা_সহায়তা
#ভর্তি_সহায়তা
#সরকারি_অনুদান
#ছাত্রছাত্রীদের_জন্য
#বিনামূল্যে_ভর্তি
#শিক্ষার্থীদের_সহায়তা
#শিক্ষা_অনুদান
#বাংলাদেশ_সরকার
#অর্থনৈতিক_সহায়তা
#মেধাবী_ছাত্রছাত্রী
#PMEAT
#EducationAssistance
#BangladeshStudents
#AdmissionSupport
#StudentGrant
#GovtScholarship
#FinancialAid
#MeritoriousStudents
#BangladeshEducation
#OnlineApplication
